মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: November 26, 2024 |
inbound76085215081217366
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সে ওই গ্রামের রানা মাকুব্বরের মেয়ে। হালিমনের মা, ভাইবোন নেই। তার বাবা দিনমজুরের কাজে ঢাকায় রয়েছেন।

থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হালিমনের চাচা সুজন মাতুব্বর জানান, বেলা ১০টার দিকে আমি ঘরের মধ্যে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হালিমনকে দেখতে পাই। এসময় ওই ঘরে অন্য কেউ ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর