বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে দুই দোকানের জরিমানা

আপডেট: November 26, 2024 |
inbound5390704328806690503
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি করার আপরাধের দুই মিষ্টির দোকানর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপজেলার শিমল বাজার মনিটরিং করেন।

এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি করার আপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই বোন মিষ্টির দোকানের মালিক আলীকে এক হাজার টাকা ও সাকিব মিষ্টান্ন ভান্ডারের মালিক শাহানুর আলমকে এক হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রসিকিউটর ছিলেন থানার এসআই শরিফুল ইসলাম।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, বাজার মনিটরিং করার সময় অস্বাস্হ্যকর পরিবেশে মিষ্টি করার অপরাধে দুই মিষ্টি দোকান মালিককে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর