দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি একটি বড় চালিকা শক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা


আনোয়ার আলী, সিলেট প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।
দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি একটি বড় চালিকা শক্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দেশের কৃষি উন্নয়নে সরকার সব সময় আন্তরিক।
তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে পরিণত করে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে।
দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে।
তিনি (২৬ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ ডিএই সিলেট অঞ্চলে অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধিন দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ এমদাদুল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব জাকির হোসেন, মহাপরিচালক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খামারবাড়ি প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।