কয়জন হাসনাত মারবেন, প্রশ্ন সারজিসের

আপডেট: November 28, 2024 |
inbound8222085622923838135
print news

আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি লিখেছেন, চট্টগ্রাম থেকে গত রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে!

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে এই হত্যাচেষ্টা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, ‘হাসনাত আবদুল্লাহকে আরেকবার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা।’

আরেক পোস্টে তারিকুল ইসলাম লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহকে যাত্রাবাড়িতে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা।’

এই ঘটনার পর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ ঝেড়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি লিখেছেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন?

এমন প্রশ্ন তুলে সারজিস লিখেন, মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে!

কিন্তু পিছু হটেনি ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় ৷ আমরা মরতে শিখে গিয়েছি ৷

স্ট্যাটাসের শেষে সারজিস লিখেন, We are open to be killed.

Share Now

এই বিভাগের আরও খবর