আবারও পুলিশে বড় রদবদল

আপডেট: December 2, 2024 |
inbound7314989367543958365
print news

রোববার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে এর আগে বদলি আদেশ হয়েছে এমন নয় কর্মকর্তার বদলির আদেশ বাতিল হয়েছে। তারা রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কর্মস্থলে যোগদান করবেন।

পাঠকদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হলো:

1067247497

1949841314

735162096

Share Now

এই বিভাগের আরও খবর