ময়মনসিংহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট: December 3, 2024 |
inbound8486925433179029926
print news

ময়মনসিংহ প্রতিনিধিঃ “ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিবন্ধী জনগণকে অন্তর্ভুক্তিকরণ” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী ও
সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিচালক (উপসচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যজিষ্ট্রেট মফিদুল আলম, পুলিশ সুপার , সিভিল ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকগন।

পরে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, বিএনএসবি ৮ টি হুইল চেয়ার, ১টি কৃত্রিম পা, পিসিসি ৩টি ষ্ট্যন্ডিং ফ্রেম, ২টি লংলেট ব্রেস, ২টি নি ক্যাপ, ২টি ডায়নামিক ব্রেস ও ১টি হ্যান্ড স্পিন্ট বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর