অটোরিকশা উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট: December 5, 2024 |
inbound1674422751583911585
print news

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফাহিম আহাম্মদ জিদানকে (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয় জেলার ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া ভারইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্য জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদরাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের ছেলে। ছুটি পেয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

ওসি জানান, নিহত পুলিশ সদস্য পিওএম ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে তিনি নিজ বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার গাফরগাঁও-ভালুকা সড়কে রাতের আঁধারে চলছিল একটি সিএনজিচালিত একটি অটোরিকশা। এসময় হঠাৎ সামনে পড়ে একটি শিয়াল।

তাকে বাঁচানোর জন্য আকস্মিক পাশ কাটানোর চেষ্টা করেন চালক। তবে হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। তাৎক্ষণিক গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে যায়।

এতে আহত হন চালকসহ তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ফাহিম আহাম্মদ জিদানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Share Now

এই বিভাগের আরও খবর