নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ অনুষ্ঠিত

আপডেট: December 11, 2024 |
urmi
print news

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে । ১১ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ টার দিকে রাজধানী বাড্ডার ব্লোসেম হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয় ।

এই সংলাপের আয়োজন করে গৃহকর্মী আঞ্চলিক ফোরাম বাড্ডা অঞ্চল ও দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সুনীতি প্রকল্প । সংলাপের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনীতি প্রকল্প বাড্ডা হাবের প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম ।

সংলাপের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং গৃহকর্মীদের সুরক্ষা ও নীতিমালা ২০১৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুনীতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরিন আক্তার । তিনি গৃহকর্মী আঞ্চলিক ও জাতীয় ফোরাম পরিচয় করিয়ে দেন ।

এ সময় আলোচনা করেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজুর রহমান।

তিনি বলেন, গৃহকর্মীদের সুরক্ষা ও নীতিমালা অনুযায়ী কাজ করছে শ্রম অধিদপ্তর । তিনি গৃহ শ্রমিকদের অসুস্থতায় সরকারি সুবিধা ও অনলাইনে আবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গৃহ শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।

৯৯৯ নিয়ে আলোচনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ সৈয়দ মনির । তিনি দুর্ঘটনায় শ্রমিকদের দায়িত্ব এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের উপায়গুলো তুলে ধরেন ।
তিনি সংলাপে আলোচনার ফাঁকে বাসাবাড়িতে গ্যাসের সঠিক ব্যবহার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের কর্মপরিধি তুলে ধরেন ।

এসময় সমাজ সেবা কার্যালয়ের পৌর সমাজকর্মী মোহাম্মদ শাহাজাদা রওনক আহম্মেদ সমাজ সেবা থেকে প্রাপ্ত সুবিধাগুলো তুলে ধরেন । ভাটারা থানা পুলিশের এসআই আরিফুর ইসলাম গৃহকর্মীদের উদ্দেশ্য কথা বলেন । এসময় মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক খালেদা ইয়াসমিন কনা সংলাপে অংশ নেন।

বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম তার বক্তব্যে বলেন, গৃহ শ্রমিকরা তাদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন নিয়মিত । ২০ লক্ষ গৃহ শ্রমিকদের জন্য বাংলাদেশে কোন সাংবিধানিক স্বীকৃতি নাই । সাংবিধানিক অধিকার আদায়ে তিনি গৃহ শ্রমিকদের পাশে থাকার ঘোষণা দেন । উল্লেখ্য যে, খান আসাদুজ্জামান মাসুম বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ।

গৃহকর্মীদের মধ্যে থেকে আলোচনা করেন গৃহকর্মী জাতীয় ফোরামের সহ-সভাপতি (২) শাহানাজ বেগম ও বাড্ডা আঞ্চলিক ফোরামের সভাপতি কোহিনুর বেগম ।
এসময় গৃহ শ্রমিক নেত্রী শাহানাজ বেগম ফোরামের কার্যক্রম এবং গৃহকর্মীদের কাজের উন্নয়ন ঘটানোর জন্য সুপারিশমালা তুলে ধরেন ।

গৃহকর্মী নির্যাতন, আইনগত সহায়তা ও শ্রমিক অধিকার নিয়ে কথা বলেন শ্রমিক নেতা ইদ্রিস আলী । তিনি শ্রমিকদের সংগঠিত হয়ে সরকারি স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার আহ্বান জানান ।
গৃহকর্মীরা তাদের বক্তব্যে নিয়োগপত্র, স্বীকৃতি এবং সরকারি সুবিধা পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন ।

এছাড়াও সংলাপে আমন্ত্রিত ছিলেন বাড্ডা অঞ্চলের কর্মরত গৃহকর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, নাগরিক সমাজের জনগণ ও নিয়োগকর্তা ।
বৈঠক শেষে সভার সভাপতি এবং আঞ্চলিক গৃহকর্মী ফোরামের নেত্রী কোহিনুর বেগম সমাপনী বক্তব্যের মাধ্যমে সংলাপের সমাপ্তি টানেন ।

Share Now

এই বিভাগের আরও খবর