চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইচেষ্টা, নারীসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট: December 15, 2024 |
inbound3998159284577207652
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক আনিছার রহমান (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারী ও এক পুরুষসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী কালিবালার এলাকায় নেসকো অফিস এর সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জনতার সহায়তায় দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে,ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ।

ছুরিকাঘাতে আহত আটো চালক আনিছার রহমান বগুড়া সদর উপজেলার বারপুর পাঁচনবাড়িয়া এলাকার মৃত সোলায়মান আলী’র ছেলে।

তাকে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী হলো- বগুড়া শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত- শাহিনুর ইসলাম এর ছেলে তপু ইসলাম (২০),তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন(১৯) এবং সুলতানগঞ্জ একালার নাঈম ইসলামের স্ত্রী মোছাঃ রুহি খাতুন(২০)।

আহত অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন,শনিবার রাত সোয়া ১০ টার দিক তিন ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করে।

এরপর তারা মাটিডালী কালিবালা এলাকায় পৌঁছিলে ওই তিন জনের মধ্যে থাকা এক ছেলে আমার বাবার পিঠে ছুরি ঠেকিয়ে আটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যার চেষ্টা করে।

এর একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে আটক করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে যান। তিনি আরও বলেন, আমার বাবাকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তারঁ অবস্থা আশংকাজনক।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,আটো চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে দুই নারী ও এক পুরুষকে আটক হন।

পরে ফাঁড়ি থানার পুলিশের একটি টিম ঘটনাস্হলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। এব্যাপারে আহত অটো চালকের ছেলে আকাশ বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।

আজ রোববার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর