কিশোরগঞ্জে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

আপডেট: December 16, 2024 |
inbound3600401258724714090
print news

কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন ও যাত্রী রাজন। তারা উভয়েই নরসিংদীর পিরিজকান্দি এলাকার বাসিন্দা। তবে নিহত অপর ৩ নারীর পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি পিকআপ ভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে পিকআপ ভ্যানদুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে।

ওই সময় অটোরিকশাটি দুই পিকআপ ভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর পিকআপ ভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানদুটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর