হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি

আপডেট: December 17, 2024 |
inbound7751553391254142562
print news

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ইতিপূর্বে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সুযোগ এসেছিল কয়েকবার। ১৯৪৭ সালে সেই সুযোগ কাজে লাগানো যায়নি। ৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সংবিধান ধ্বংস করেছিল, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল।

তিনি আরও বলেন, এই মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪-এর অভ্যুত্থানের পর আমাদের আবার সুযোগ এসেছে নাগরিক হয়ে ওঠার। ছাত্র-জনতা এবার সেই লক্ষ্যে এগিয়ে যাবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

Share Now

এই বিভাগের আরও খবর