বিনা কারণে কাউকে গ্রেফতার করা যাবে না: সারজিস

আপডেট: December 20, 2024 |
inbound5279534502653586714
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে। অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

তিনি আরো বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদের সুনামের সঙ্গে কাজ করতে হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ-আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

Share Now

এই বিভাগের আরও খবর