বনানীতে সড়ক অবরোধ করে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: December 22, 2024 |
inbound6880904286022299360
print news

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা।

দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

গতকালও শিক্ষার্থীরা বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। তাদের অভিযোগ- বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে শনিবার (২১ ডিসেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর