বার্সেলোনাকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ

আপডেট: December 22, 2024 |
boishakhinews 35
print news

স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার (২১ ডিসেম্বর, ২০২৪) রাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যা বার্সেলোনার ঘরের মাঠে ১৮ বছর পর পাওয়া জয়। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাটলেটিকোর টানা ১২তম জয়।

অন্যদিকে এই হারে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো কাতালানরা। তাতে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে অ্যাটলেটিকো। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়তে।

ঘরের মাঠে অবশ্য এদিন প্রথমার্ধে দারুণ খেলেছিল বার্সা। ৩০ মিনিটের মাথায় গাভির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে নিচু শট নিয়ে জালে জড়ান পেদ্রি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় সমতা ফেরায় অ্যাটলেটিকো। এ সময় বার্সার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে অ্যাটলেটিকোর রদ্রিগো ডি পল গোল করে সমতা ফেরান। এর আগে অবশ্য বার্সার রাফিনহার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর ফারমিন লোপেজের কাছ থেকে নেওয়া শট অ্যাটলেটিকোর গোলরক্ষক জান ওব্লাক কোনোরকমে পা দিয়ে ফেরান। এছাড়া রবার্ত লেভানডোভস্কির নেওয়া একটি শটও ধরে ফেলেন ওব্লাক।

Share Now

এই বিভাগের আরও খবর