গাজীপুর আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার


মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় ২০২৪ সালে জুলাই -আগস্টে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ হতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদদের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।