জয়পুরহাটের ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

আপডেট: December 26, 2024 |
inbound8915224480988342067
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। পরে স্কুল মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

শতবর্ষ উদযাপন কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম মিন্টু এবং অগ্রণী ব্যাংকের ম্যানেজার কামরুল হাসান রাসেল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, ঢাকা মেডিকেলের সাবেক অধ্যাপক ডাঃ মজিবর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইন্জিনিয়ার মাহমুদুর রহমান, ডাঃ মোজাম্মেল হক, ইন্জিনিয়ার আব্দুর রহমান, চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ টুটুল, সাবেক জাতীয় দলের খেলোয়াড় আফজাল হোসেন, শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা খায়রুল আলম টুলু, সহ সভাপতি আব্দুল আলীম, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল প্রমুখ।

দিনব্যাপী এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড সংগীত দল শিরোনামহীন এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবে ।

Share Now

এই বিভাগের আরও খবর