লক্ষ্মীপুর ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও কোনো রকম আলোচনা ছাড়াই পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের সামাদ স্কুল প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের উত্তর তেমুহনী এসে শেষ হয়।
ডিসপ্লেতে থাকা মেয়েদেরও কোনো রকম ড্রেসকোড করা হয়নি। একেক জন মেয়ে একেক রকম শাড়ি পরায় দৃষ্টিকটু মনে দেখাচ্ছিলো বলে অনেকে মন্তব্য করেন।
এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন আকবর, সহ সাধারণ সম্পাদক আমির আহমেদ রাজুসহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন, কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।