খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

আপডেট: January 2, 2025 |
inbound951903003027828192
print news

খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত ব্রিফ করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রতি বছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে৷ এ পর্যন্ত ১৭ লাখ ভোটারের তথ্য ইসির হাতে আছে, যেটা আজ সন্নিবেশ করা হবে। এর মাধ্যমে তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন।

ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এজন্য বছরের যেকোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের ২ মার্চ।

তার আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়। সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

ইসি সূত্র জানায়, চূড়ান্তভাবে আনুমানিক ২৭ থেকে ২৮ লাখ (কম-বেশি হতে পারে) নতুন ভোটার হওয়ার যোগ্য হতে পারেন। যে ১৭ লাখ তথ্য ইসির কাছে আছে তার মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন৷

যারা বাদ পড়লেন তারাও ভোটার তালিকায় যুক্ত হতে পারেন এজন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি। এই বাদপড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে যারা ভোটার হবেন অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। আগামী মার্চের পর থেকে এই কার্যক্রম হাতে নেয়া হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

Share Now

এই বিভাগের আরও খবর