মোহরায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: January 15, 2025 |
inbound7070896456962456511
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর চাঁন্দগাও থানাধীন মোহরা ৫নং ওয়ার্ড ‘মুক্তকণ্ঠ’ কর্তৃক আয়োজিত প্রথম রাত্রিকালীন ৩/৪ বার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৮টায় মধ্যম মোহরা ওয়াসা কলোনি মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলাউদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ (সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি), বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল (ডেপুটি ডিরেক্টর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ), বিশেষ অতিথি,  মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, লাবিব মার্কেটিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খাঁন এর এপিএস মানিক চৌধুরী সহ অন্যান্যরা।

এই খেলায় বিজয়ী দল হিসেবে শিরোপা অর্জন করে মুমিন ফুটবল ক্লাব (উরকিচর) এবং রানার্সআপে হারুন স্মৃতি সংসদ (বোয়ালখালী)।

সেরা খেলোয়ার হিসেবে সম্মাননা অর্জন করেন বাদশা (হারুন স্মৃতি সংসদ), সেরা গোলদাতা মিনহাজ,
সেরা গোলকিপার জয়ন্ত বড়ুয়া, (হারপাড়া ফুটবল একাদশ)। খেলায় মোট ৪৭টি টিম অংশগ্রহণ করে। এই খেলার প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল ‘মুক্ত কন্ঠ’।

Share Now

এই বিভাগের আরও খবর