১৪ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

আপডেট: January 22, 2025 |
inbound8215707749876881823
print news

জাবি প্রতিনিধি: সত্য, নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার তেরো বছর পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাব।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করা হয়। দিনটি উপলক্ষ্যে প্রেসক্লাব কক্ষে কেক কাটা হয়। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ করা হয়।

এর আগে, প্রেসক্লাব কক্ষে বর্তমান সভাপতি ওয়াজহাতুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ বক্তব্য দেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।

আমি দেখেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাবির সাংবাদিকরা অত্যধিক ক্রিয়াশীল। বিগত আন্দোলনেও তুলনামূলক বেশি ইতিবাচক ভূমিকা আমরা দেখেছি। অনেক সাংবাদিক আহতও হয়েছেন।

আমাদের সাংবাদিকতা কর‍তে হবে গঠনমূলক, ব্যক্তিগত উদ্দেশ্যে নয়। প্রশাসন ও সাংবাদিক প্রতিপক্ষ নয় বরং পরিপূরক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমার কার্যক্রম ও সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতা পাব এই বিশ্বাস থাকার কারণেই যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সাহস পাই।

আমাদের একটাই লক্ষ্য, আমরা চাই জাবির গুণগত পরিবর্তন। এজন্য নির্মোহ সহযোগিতা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি। আমরা জানি ‘ফ্রি প্রেস ইজ এ ফাউন্ডেশন অব এ সোসাইটি’।

আমাদের ভুল সংশোধন করে দেওয়া বড় বন্ধুত্বের পরিচয় বহন করে। সেজন্য আমাদের যেকোনো ভুল হলে সাংবাদিকরা সেগুলো তুলে ধরে আমাদের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে আজ ১৪ তম বছরে পদার্পণ করেছে জাবি প্রেসক্লাব।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গত ১৩ বছর ধরে এই সাংবাদিক সংগঠনটি স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।

দীর্ঘ এই পথচলায় যারা পথচলায় যারা সারথি হয়েছেন, যে-সব শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যায়কারীর রক্তচক্ষু, হুমকি ও বাধা সাহসিকতার সাথে মোকাবেলা করে জাবি প্রেসক্লাব দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

এসময় আরও উপস্থিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সস্য সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সেক্রেটারি নোমান বিন হারুন ও সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা মেঘলা, সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরি প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর