কুষ্টিয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: January 22, 2025 |
inbound5654970718859034634
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) বিকালে কুষ্টিয়া মোহিনী মোহন মিল মাঠে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে, ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে কুষ্টিয়া পৌরসভাসহ পাঁচটি উপজেলা অংশগ্রহণ করছে। সকালের খেলায় কুষ্টিয়া পৌরসভার বালিকা দল জয়ী হয়। এরপর পৌরসভার বালক দল, সদরের বালিকা, মিরপুরের বালক, খোকসার বালিকা এবং দৌলতপুরের বালক দল জয়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে।

নেশা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। দেশ এবং সমাজ পরিবর্তনের জন্য বেশি বেশি এ ধরনের খেলাধুলার আয়োজন করার উপরের তিনি গুরুত্বারোপ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর