ইন্দুরকানীতে ৩ বছর ধরে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: January 26, 2025 |
inbound338504130489790251
print news

মোঃ শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাকেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এক আ’লীগ নেতা।

জানা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল করিম জোর করে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারগুলো ওই আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, “আমি প্রায় ৫০ বছর ধরে এই রাস্তাটি দিয়ে লোকজনকে চলাচল করতে দেখছি।

কিন্তু বিগত সরকারদলীয় নেতা আব্দুল করিম নিজের প্রভাব খাটিয়ে রাস্তাটির একটি অংশ দাবি করে তা বন্ধ করে দেন।”

ভুক্তভোগী আঃ রশিদ সেখ জানান, আমাদের বাপ-দাদার আমল থেকে এই রাস্তা আমাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু করিম মিয়া জোর করে এটি বন্ধ করে দিয়েছে।

রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কোনো অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিতে পারি না। কেউ মারা গেলে তাকে জানাজা পড়াতেও সমস্যা হয়।

স্থানীয় বাসিন্দা আমজেদ আলী সেখ বলেন, গত বর্ষার সময় আমাদের এক বাড়ির মানুষ মারা গেলে জানাজায় ইমাম আনতে কলাগাছের ভেলা বানিয়ে যেতে হয়েছিল। করিম মিয়ার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।

আরেক ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, এটি শত বছরের পুরনো রাস্তা। করিম মিয়া দলীয় প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন।

আমরা চাই, এই রাস্তা পুণঃনির্মাণ করা হোক। তাই আমরা সবাই মিলে মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি জানিয়েছি।

Share Now

এই বিভাগের আরও খবর