শিবগঞ্জের ময়দানহাট্টায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে মশদামহাট্টা ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষকদলের সভাপতি জুয়েল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক।
ময়দানহাট্টা ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় কৃষক সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, রুহুল আমিন ফটু, আব্দুস সালাম, বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ,কৃষক সুজাউদ্দৌলা সুজা, যুবদল নেতা আকরামুল হক শাহী, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, নয়ন মন্ডল, বিএনপি নেতা ফারুক মাষ্টারডহ প্রমুখ।
সমাবেশ শেষে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।