ঠাকুরগাঁওয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র মাসুমা ও শ্রাবণীর পাশে র‌্যাব

আপডেট: February 2, 2025 |
inbound3222428250985127877
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের দুই মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রাণী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় ভর্তির দায়িত্ব নিলেন র‌্যাব অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী পিএসসি, জিডি (পি) রংপুর। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে উপহার দিলেন বাছুর সহ গাভী ও ভর্তির আর্থিক সহায়তা।

রোববার (২ ফেব্রুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁওয়ের ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অধিনায়কের পক্ষ থেকে এসব উপহার তাদের হাতে তুলে দেন দিনাজপুর সিপিসি ১, কোম্পানির কমান্ডার মহিদুল ইসলাম। উপহার পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা, দোয়া চান সবার কাছে।

মাসুমা আক্তার হীরা ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের রহিমা আক্তার রুমার মেয়ে। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান হীরা। ৪ বোনের মধ্যে সে তৃতীয়। তার অসহায় মা টিউশনি করে সন্তানদের বড় করেছেন। হীরা যশোর মেডিকেলে ভর্তীর সুযোগ পেয়েছেন।

আর শ্রাবণী ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের শ্যামল চন্দ্র বর্মণের মেয়ে। তিনি পেশায় একজন শ্যালোমেশিন মিস্ত্রি। শ্রাবণী রংপুর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর