বগুড়ায় আওয়ামী লীগ, জাপা ও জাসদ কার্যালয়ে হামলা-ভাঙচুর

আপডেট: February 7, 2025 |
inbound5100306164170270063
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামীগ কার্যালায় ভাংচুর অগ্নিসংযোগ শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।এসময় জাতীয় পার্টি ও জেলা জাসদের কার্যালয় হামলা চালিয়ে ভাংচুরের পর আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

০৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে বগুড়ায় এ ঘটনা ঘটে।এরপর রাত পৌণে ১০টার দিকে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

inbound5655046474088417688

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতে প্রবেশ করে, ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে।

রাত ৮টার দিকে স্টেশন রোড,নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র জনতা “দিল্লী না ঢাকা” “ঢাকা ঢাকা” “ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যাকয় ভাংচুর করে।পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহির করে আগুন ধরিয়ে দেয়।

একই সময়ে থানা রোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ রিপোট লেখা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর