কুমারখালীতে পৌর ছাত্রলীগের সভাপতি সহ আটক ০২

আপডেট: February 10, 2025 |
inbound5441284001533514184
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে আটক করা হয়েছে।

রোববার ভোড়ে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে এবং বেলা ১২ টার দিকে উপজেলা মোড় থেকে সভাপতিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮), এবং মেজবাউল হক হৃদয় (২১)।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতির সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক কে আটক এবং পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতিকে আটক করে তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর