গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

আপডেট: February 15, 2025 |
inbound2984901047152495246
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎপৃষ্টে প্রধান শিক্ষক স্বামীসহ স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নে সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম।

বিদ্যুতপৃষ্টে নিহত মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) গাজীপুরের কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূইয়া ছেলে ও বিদুৎপৃষ্টি নিহতমোহাম্মদ শহীদুল্লাহ ভূইয়ার ভুইয়ার স্ত্রী ও একই গ্রামোর দবির উদ্দিনেে মেয়ে ফেরদৌসি আক্তার (৪০)

স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ীর পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন।

মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া পৃষ্ট হোন। এসময় বিদ্যুৎপৃষ্ট স্বামীকে বাঁচাতে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে বিদ্যুৎ পৃষ্টে আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এসআই হালিম জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর