প্রস্তুতি ম‌্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান শাহীনস

আপডেট: February 17, 2025 |
boishakhinews 21
print news

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহীনসের বিপক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) একটি প্রস্তুতি ম‌্যাচে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম‌্যাচটি শুরু হয়েছে।

টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তুতি ম‌্যাচের শুরুর একাদশ দুই দল ঘোষণা করলেও স্কোয়াডের সবাই ব্যাটিং-বোলিং করতে পারবেন। পাকিস্তান শুরুর একাদশে মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমকে রেখেছে। যারা কিছুদিন আগে বিপিএল খেলে গিয়েছেন। স্কোয়াডে আছেন হায়দার আলীও।

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

Share Now

এই বিভাগের আরও খবর