জয়পুরহাটে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: February 19, 2025 |
inbound8447368134889650053
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে  জেলা জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে জামায়াতের এই নেতা কারাগারে রয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩ টায় শহিদ  ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক  বিক্ষোভ মিছিল বের হয়ে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় এবং পরে এক বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন  জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ,  এস এম রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর ইমরান হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন  প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বতী সরকারের দায়িত্ব গ্রহণের আজ ৬ মাস ১০ দিন অতিবাহিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে।

যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি।

তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক।
বক্তারা বলেন, অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি।

জামায়াত স্বৈরশাসনামলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার।

দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বতী সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর