বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: February 19, 2025 |
inbound4267730914669845419
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ও প্রতিক ফিরে পািয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া শহরের পৌর পার্কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওঃ আলমগীর হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হালিম বেগ,জেলা নায়েব আমির মাওঃ আব্দুল হাকিম সরকার,জেলা জানায়াতের সেক্রেটারি মাওঃ মানছুরুল রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওঃ আব্দুল বাছেদ,অধ্যাপক রফিকুল আলম,মনজুরুল ইসলাম রাজু,আল- আমিন,ইসলামী
ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজোওয়ানুল ইসলাম খান,মাওঃ আব্দুল হামিদ বেগ, এ্যাডঃশাহিন মিয়া,বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়েদ আহমেদসহ প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন,জানায়াতের দীর্ঘ প্রায় দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের জুলুম- নিপীড়নের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বছরের ওর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে।

অবশেষে ছাত্র- জনতার রক্তক্ষায়ী আন্দোলনে শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের ৬ মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতিক ফিরিয়ে দেওয়া হয়নি।

এমনকি বিভিন্ন দলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতৃবৃন্দকে মুক্তি দিলেও জানায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি।

অবিলম্বে এটি এম আজহারুল ইসলামকে মুক্তিদিতে হবে। মুক্তি নিয়ে কোনো রকম টালবাহানা সহ্য করা হবেনা বলেও বক্তারা হুলিয়ারি উচ্চরণ করেন।

সমাবেশ শেষে বিশাল মিছিল বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।হাজার হাজার নেতাকর্মী ও ধ
সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর