বগুড়ার সাবেক দুই পুলিশ সুপারের বিপিএম পদক প্রত্যাহার

আপডেট: February 25, 2025 |
inbound1131063638644076891
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা ১০৩ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করে নিয়েছে সরকার।এর মধ্যে বগুড়ার দুই পুলিশ সুপার রয়েছেন।

২৩ ফেব্রুয়ারি (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ আহমেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

বগুড়ার বিপিএম পদক বাতিল হওয়া সাবেক দুই পুলিশ সুপার হলেন- অবসরপ্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক এবং বরিশাল মেট্রেপলিটনের অতিরিক্ত ডিআইজি আলী আশরাফ ভূঞা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশ পদক ২০ ১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম -সেব) রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)। রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

Share Now

এই বিভাগের আরও খবর