বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত

আপডেট: February 25, 2025 |
inbound975239572299212565
print news

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত তাদের ওপর আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরিফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘুরতে যান।

এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্তা করা হচ্ছে দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীদের ছুরিকাঘাতে তিনজন আহত হন। শরিফুল ইসলামের পেটের একটু ওপর থেকে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। অন্য দুজনকেও চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ রহমান জানান, রাত ১১টার পর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের বুকের বাঁ পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে, যা ধারালো অস্ত্রের আঘাত বলে মনে হচ্ছে।

তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এদিকে এই হামলার ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাইবান্ধা সদর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি করেন, এই হামলা গণতান্ত্রিক আন্দোলন দমন করার উদ্দেশে পরিকল্পিতভাবে চালানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান রিয়াদ বলেন, আমরা কোনো সন্ত্রাসী সংগঠন নই। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। অথচ আমাদের নেতাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

সংগঠনের নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা জেলাজুড়ে কঠোর আন্দোলনের ডাক দেবেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Share Now

এই বিভাগের আরও খবর