জয়পুরহাটে কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা মূলক সভা

আপডেট: February 26, 2025 |
inbound3025113274448092694
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর