সোমবার থেকে ডিপিএল শুরু হচ্ছে


সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অধিনায়কদের ফটোসেশন। সেখানে কথা বলেছেন বেশকিছু দলের অধিনায়করা। উঠে এসেছে খেলোয়াড়দের নানা চাওয়াপাওয়ার কথা। ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশের অনেকের চাহিদা অনেক রকমের।
মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল যেমন জানিয়েছেন টাকা পরিশোধের বিষয়টি। তামিম বলছিলেন, ‘আমি সব সময় অনুভব করি প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট মেরুদন্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লেয়ারদের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে আমার এতোটুকুই চাওয়া থাকবে। আমরা জানি আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন। তবে সেটা যাই হোক না কেন সব দিক থেকেই প্লেয়াররা সাফার করছে বিপিএল বলেন আর প্রিমিয়ার লিগ বলেন।’
‘তবে আশা করবো যে কমিটমেন্ট ক্লাবগুলো করেছে, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের পারিশ্রমিক পায়, সেটিই হবে মূল প্রায়োরিটি। এর বাইরে চাইবো ক্রিকেটটা ভালো হোক, পাশাপাশি আম্পায়ারিং নিয়ে আলোচনা হয়, সেগুলো বোর্ড টেককেয়ার করুক। আমরা যেন ভালো ভাবে লিগটা শেষ করতে পারি। আবার বলবো আমার মূল প্রায়োরিটি হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করা।’
আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের কথাতেও প্রাধান্য পেল বেতন ইস্যু। দেশের ঐতিহ্যবাহী ক্লাবের অধিনায়ক বলছিলেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জিং এই বছরটা। তামিম ভাই যেহেতু মেনশন করেছে পেমেন্ট ইস্যুটা অনেক বড় একটা ইস্যু, এই কারনে আমরা অনেকগুলো খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি এই বছর। আমার কাছে মনে হয়, আমাদের এক্সসাইটিং কিছু প্লেয়ার আছে, যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো, এবং ভালো রেজাল্ট করতে পারবো।’
খেলোয়াড়দের স্বার্থত্যাগের বিষয়টি সামনে এনে মোসাদ্দেক বলেন, ‘আমার কাছে মনে হয় ঢাকা লিগে সবচেয়ে বড় ইস্যু পেমেন্ট ইস্যু। প্লেয়ারদের সাথে যে কমিটমেন্টটা করা হয়েছে, প্লেয়ারটা স্যাক্রিফাইজ করে অ্যামাউন্ট কম নিয়ে খেলছে। ওই অ্যামাউন্টটা যেন ক্লাবগুলো পরিশোধ করে, প্লেয়াররা যেন পুরো পেমেন্টটা পায়।’
গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘আশা করি এই বছরও চেষ্টা করবো দলের হয়ে কন্টিবিউশন করার, সেরা পারফরম্যান্স বের করে আনার। গাজী একটা দারুন নাম। যেটা লাস্ট অনেক বছর ধরে রাজত্ব করছে, ভালো ক্রিকেট খেলছে। আশা করি ভালো পারফরম্যান্স দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো।’
পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান বলেন, ‘তামিম ভাই যেটা বললো এবার লিগটা আমাাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পেমেন্ট ইস্যুটা বড় ইস্যু। আমরা আশা করবো সবকিছু সুন্দর ভাবে যেন হয়। আমি পারটেক্সের হয়ে খেলবো. অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় আমার জন্য। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’