বগুড়ায় র‍্যাবের অভিযানে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৫

আপডেট: March 6, 2025 |
inbound7123127918013878622
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক মাদক অভিযানে ২১ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর পৌণে একটা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত র‍্যাব- ১২, বগুড়া পৃথক অভিযানে জেলার সদর থানাধীন পৌরসভার ০৮নং ওয়ার্ড এর অন্তগত বগুড়া রেলওয়ে স্টেশন এর নতুন প্লাটফর্মের সামনে পাকা রাস্তার উপর এবং বগুড়া জেলা সদর থানাধীন পৌরসভার ১৪নং ওয়ার্ড এর অন্তগত ছোট বেলাইল নামক স্হানে অতিথি ফিলিং ষ্টেশনে সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

inbound8607549051022458308

র‍্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বুধবার এস তথ্য নিশিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ জাহিদুল ইসলাম(২৬),পিতা-মোঃ বাহেজ আলী, ২/ মোঃ মমিনুর ইসলাম(২৫),পিতা- মোঃ খতিবর রহমান উভয় সাকিন দক্ষিণ বাড়ইপাড়া, ইউপি-টঙভাঙা,ওয়ার্ড নং০৫, থানা-হাতিবান্ধা, জেলা লালমনিরহাট, ৩/ মোঃশাহিন বাদশা(৪৮), পিতা-ম।ত-আব্দুল জব্বর সাকিক ছোটবাখেরা,ইউপি-মুড়াইল ওয়ার্ড নং০৫, থানা-কাহালু, জেলা বগুড়া, ৪/মোঃ মামুনুর রশীদ মান্নান (২৬),পিতা- মোঃ আশরাফ আলী,গ্রাম- ফুলগাছ ভারালদা বাজার, ইউপি-মোগলহাট,থানা-
লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, ৫/ঝন্টু বাসপর(২৫), পিতা- কানাইলাল বাসপর সাং একসূত্রাপুর(হরিজন কলোনী) থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর