জয়পুরহাটে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

আপডেট: March 6, 2025 |
inbound1815372590181053183
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জেলায় ‘জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু প্রমুখ।

এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত।

প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।

বিশেষ করে এই আদালতে নারীদের বিদ্যমান অবস্থানকে ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশে উপনীত করার পদক্ষেপ হিসেবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর