বগুড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: March 6, 2025 |
inbound6432564752095004207
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বাংলাদপশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে শাহ ওয়ালিউল্লাহ মিলনয়তনে বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং শহর সেক্রপটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ, জামায়াতের বগুড়া শহর নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক রফিকুল আলম,অধ্যাপক আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ অ্যাডভোকেট শাহীন মিয়া,সেলিম রেজা,অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে জামায়াতে।

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দুকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিচারিক হত্য,করেছে। আওয়ামীলীগ আামাদের নেতা কর্মীদেরকে আটক করে মিথ্যা মামলা দিয়ে বিগত ১৫ বছর কারাগারে বন্দি করে,রেখেছিল।

জামায়াতে ইসলামী আল্লাহ ব্যতীত কাউকে ভয় করেনা।কারো কাছে মাথানত করে না।

হত্যা,নির্যাতন,আটক করে জামায়াতের নেতাকর্মীদের কুরআনের দাওয়াত থেকে দুরে রাখা যাবেনা। তিনি সকল দায়িত্বশীলদের সমাজে কুরআান প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার,আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর