লক্ষ্মীপুরে ব্যবসায়ীর খরিদকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা, মারধর ও মামলা দিয়ে হয়রানি

আপডেট: March 8, 2025 |
inbound7264956760652852400
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের সাহেব বাডীর মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজের ১৭৯৫১ ও ১৭৯৫২ নং দাগের আরএস ২০১৯ নং খতিয়ানে ৬ শতাংশ খরিদকৃত জমি একই বাড়ির মৃত হাসান আলীর ছেলে মুক্তার হোসেন ও আখতার হোসেন সম্পূর্ণ অবৈধভাবে দখলের চেষ্টা করে।

শুধু তাই নয়,তারা জমিটিকে দখলে নিয়ে ঘর করার হীন উদ্দ্যেশে ও হয়রানি করার জন্য দুই ভাই পৃথকভাবে কোর্টে ১৪৪ ধারায় মামলাও করে।

দুইটি মামলার রায় সিরাজের পক্ষে আসলেও টাকা দিয়ে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ আলীকে দিয়ে ভুয়া তদন্ত রিপোর্ট তৈরি করে আক্তার ও মোক্তার।

মোহাম্মদ সিরাজের ব্যবসা প্রতিষ্ঠান চানতারা বেকারির পাশে অসৎ উদ্দেশ্যে বাড়ির ময়লা আবর্জনা পলিথিন ফেলে জায়গাটি ব্যবহার অনুপোযোগী করে তুলছে আখতার মুক্তারের মা আমেনা বেগম ও আক্তারের স্ত্রী জেসমিন আক্তার।

অসহায় ব্যবসায়ী মোঃ সিরাজকে গত মঙ্গলবার সকালে সঙ্ঘবদ্ধভাবে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরলে তার আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বলে সিরাজ জানায়।

এ নিয়ে আক্তার ও মুক্তারের ঘরে গেলে কাউকে পাওয়া যায়নি এবং মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিরাজ।

Share Now

এই বিভাগের আরও খবর