বগুড়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের ১২ সদস্য গ্রেফতার

আপডেট: March 10, 2025 |
inbound1822615522812259104
print news

শাহজাহান, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রোববার (০৯ মার্চ) রাতভর শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদরকে রংপুর মর্ডান মোড়,দিনাজপুরের হাকিমপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের ওই ১২ জন হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার রিপন মিয়া,লিটন মিয়া ও মুক্তার হোসেন,টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দেলোয়ার হোসেন, বগুড়ার কাহালু থানার ইউনুছ আলী,নওগাঁ জেলার রানীগনর থানার ময়নুল প্রামণিক,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোমিনুল ইসলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার দুলাল মিয়া,গাজীপুর সদর থানার বেলাল হোসেন, জয়পুরহাট জেলার কালাই থানার রাসেল, বগুড়া সদর থানার এনামুল হক ও আব্দুল বারী।

অভিযানে অংশ নেওয়া শিবগঞ্জ থানার এসআই আল-মামুন জানান, গরু চুরির ঘটনায় শিবগঞ্জের রিপন নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে তার দেওয়া তথ্য মতে অন্য ১১ জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার অফিস ইনচার্জ ওসি) শাহিনুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, দন্ডবিধির ৪৪৭ও ৩৮০ ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে একটি মিনি ট্রাক আজ ও দুটি কালো রঙের ষাঁড় গরু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর