জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হোটেল মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট: March 11, 2025 |
inbound1951262491511974928
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের উদ্যোগে জয়পুরহাট শহরের বিভিন্ন হোটেলে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের আমতলী, বাটার মোড়, তৃপ্তির মোড়, সুগার মিল রোডসহ ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম সম্পন্ন হয়।

inbound2215280928663386528

এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার এর ল্যাব অ্যাটেনডেন্ট সাগর আলী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী জাফর আহমেদ, অফিস সহায়ক শাওন কুমার সরকার প্রমুখ।

মোবাইল ফুড সেফটি ল্যাবরেটরি (ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার) এর মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন স্থান থেকে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলা এর বিভিন্ন স্থান থেকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাউরুটি, লাচ্ছা সেমাই, ঘি ও রান্নার পোড়াতেল সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর