জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ গ্রেপ্তার ০৩

আপডেট: March 12, 2025 |
inbound4361799135316835911
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানমন্ডি এলাকার সামসুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (৩৫), সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের কাজী মোফাজ্জল হোসেনের কাজী মাহফুজুর রহমান ওরফে মাস্টার (৫০) ও সাবিনা ইয়াসমিন।

এছাড়াও এঘটনায় খলিলুর, বাপ্পি ও নাহিদসহ ৪/৫ জন আসামী পালিয়েছে।

রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা যায়নি মাহফুজুর রহমান ওরফে মাস্টার এর কর্মরর্তরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

এছাড়াও সাবিনা ইয়াসমিনের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ দেখা যায়, জেলার সদর উপজেলার ধারকী গ্রামের মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে প্রতারনা করে আসামীরা।

অপহরন করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। এরমধ্যে কিছু টাকাও দিয়েছিল মাহবুব। কিন্ত তার কাছ থেকে বারবার কৌশলে মুক্তিপনের টাকা আদায় করে যাচ্ছিল প্রতারকরা।

এক পর্যায়ে মামলা করলে পুলিশ কৌশলে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামীদের নিকটে পঞ্চম হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এঘটনার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর