১১ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে ডিআইইউ


ডিআইইউ প্রতিবেদক: শব-ই-কদর ও জামাতুল বিদাসহ্ ঈদের জন্য ১১ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সময় সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মার্চ সোমবার থেকে ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং ৪ এপ্রিল থেকে যথা নিয়মে আবার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।