ঢাকায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস

আপডেট: March 14, 2025 |
inbound7615046667719027973
print news

বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

চার দিনের ঢাকা সফরে আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের সময় তিনি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানানো জাতিসংঘ মহাসচিবের এই সফরের লক্ষ্য।

একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর