বগুড়ায় তিন লাচ্ছা সেমাই কারখানার এক লাখ টাকা জরিমানা

আপডেট: March 17, 2025 |
inbound2781446843485619323
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় “অস্বাস্থ্যকর”প্রক্রিয়ায় সেমাই তৈরির অপরাধে তিন কারখানাকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

১৬ মার্চ (রোববার) দুপুর থেকে বিকাল পর্যন্ত বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়া ও এরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন,”অস্বাস্হ্যকর প্রক্রিয়ায়” সেমাই তৈরির অপরাধের শহরের বৃন্দাবনপাড়া এলাকার ইসলামিয়া লাচ্ছা সেমাই ও তাজ ফুডকে ১০ (দশ) করে মোট ২০( বিশ) হাজার টাকা এবং এরুলিয়া এলাকার জনতা ফুড প্রোডাক্টকে ৮০ হাজার টাক জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর