সাকিব মেগা স্টার, তার সঙ্গে তুলনা ঠিক হবে না : হামজা চৌধুরী

আপডেট: March 17, 2025 |
boishakhinews 40
print news

হামজা চৌধুরী বাংলাদেশে আসার আগে গত কদিন একটা আলোচনা সামাজিক মাধ্যমে তুঙ্গে উঠেছিল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা কে? সাকিব আল হাসান নাকি হামজা। এই আলোচনায় দুই ভাগ হন ভক্ত-সমর্থকরা।

আজ বাংলাদেশে আসায় হামজার কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল।

নিজেকে এই তুলনার বাইরেই রেখেছেন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ডিফেন্সিভ মিডফিল্ডার। এমনকি সাকিবকে মেগা স্টার বলে সম্বোধনও করেছেন তিনি। হামজা বলেছেন, ‘সাকিব আল হাসান মেগা স্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা।তার সঙ্গে তুলনা ঠিক হবে না।’

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান কত সেটা মাথায় রেখেই হামজা এমনটা যে বলেছেন তাতে কোনো সন্দেহ নেই। আর তিনি এখনো বাংলাদেশের হয়ে ম্যাচই খেলেননি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে স্বপ্ন দেখেছিলেন ইংল্যান্ডের জার্সিতে আন্তজার্তিক ক্যারিয়ার রাঙানোর। সেই স্বপ্ন পূরণ না হলেও বিশ্বের জনপ্রিয় লিগ প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। লেস্টার সিটির হয়ে পেশাদার ক্যারিয়ার গড়ার আগে একাডেমিতেই নিজেকে শানিত করেছেন ২৭ বছর বয়সী ফুটবলার। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর