ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফেনীর সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) শহরের ফুড গার্ডেন রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরবর্তীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক কাওসার উল হাসান চৌধুরী মুন্নার সঞ্চালনায় এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুন উর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াতের পর আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবি ইকবাল আলম, বীর মুক্তিযোদ্ধা কবি মনজুর তাজিম, সংগঠক ইমন উল হক, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক, এডভোকেট সাইফউদ্দিন শাহিন ,সাংবাদিক সিদ্দিক আল মামুন, সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম, যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন তারু, সাংগঠনিক সম্পাদক অজিত বরন দাস এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভূঞা, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও অর্থ সম্পাদক জিয়া উল হক টিটু প্রমুখ, সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আনোয়ারুল ইসলাম খান।
এফডিসি’র স্বপ্নদ্রষ্টা সভাপতি গোলাম মাওলা চৌধুরী ভিডিও কনফারেন্সে প্রতিষ্ঠা বার্ষিকীর সভা সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান (প্রেস বিজ্ঞপ্তি)