বাংলাদেশে প্রবেশকালে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৪ লাশ ও জীবিত উদ্ধার ২৫

আপডেট: March 23, 2025 |
inbound9016576959935738908
print news

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

তবে এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত সিপাহী বিল্লাল হোসেন।

এর আগে, শনিবার ভোরে টেকনাফে নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ আরও বেশকিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর