আজ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী বাংলাদেশ – ভারতের ফুটবল যুদ্ধ

আপডেট: March 25, 2025 |
boishakhinews 49
print news

জওহরলাল নেহরু স্টেডিয়াম, স্থানীয়ভাবে পোলো গ্রাউন্ড নামে পরিচিত। এটি আই লীগে শিলং লাজং ফুটবল ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহার হয়ে থাকে। ১০,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে আজকের আগে এখানে একটি মাত্র আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহ খানেক আগে মালদ্বীপের বিপক্ষে সুনীলের প্রত্যাবর্তনের ওই ম্যাচে তিন গোলে জিতেছে ভারত। এখানে একটু পর বাংলাদেশের মোকাবেলা করবে স্বাগতিকরা। ম্যাচ শুরুর ঘন্টা দু‘য়েক আগেই স্টেডিয়ামে আসতে শুরু করেছে ভারতীয় দর্শক।
বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। ফিরেছেন তারিক কাজী। তবে একাদশে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। এ ম্যাচে অধিনায়কত্ব করবেন সেন্টার ব্যাক তপু বর্মণ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর লড়াই।

 

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরছালিন, শাহরিয়ার ইমন।

ভারত একাদশ : ভিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, শুভাশীষ বোস, সন্দেশ ঝিংগান, লিস্টন কোলাচো, ফারুখ চৌধুরী, উদান্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুয়িয়া, বোরিস সিং।

Share Now

এই বিভাগের আরও খবর