চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেসসচিব

আপডেট: March 28, 2025 |
inbound1434452308505458487
print news

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকটি ছিল অত্যন্ত সফল, ফলপ্রসূ ও গঠনমূলক। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শুক্রবার (২৮ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, শি জিনপিং ও অধ্যাপক ইউনূসের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে, যা ফলস্বরূপ অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক ছিল।

তিনি আরও যোগ করেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

শি জিনপিং জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির প্রতি চীন উৎসাহী, এবং চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করতে তারা উৎসাহিত করবে।

এছাড়া, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন চীনা ঋণের সুদের হার কমানো এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা, চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তিনি জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার চীনে পৌঁছেছেন, যেখানে তিনি চার দিনের সরকারি সফরে গিয়েছেন। এটি তার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর।

Share Now

এই বিভাগের আরও খবর