পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন সাকিব আল হাসান

আপডেট: April 1, 2025 |
boishakhinews 3
print news

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ মেতেছেন ঈদের আনন্দে। ব্যতিক্রম নন তারকারাও। বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও সামিল হয়েছেন ঈদ আনন্দে। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কোনো পোস্ট দেননি। তবে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ‘ঈদ মুবারক’ লিখে পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় হাস্যোজ্জ্বল সাকিব হালকা গোলাপী রঙের একটি পাঞ্জাবি পরেছেন। তার স্ত্রী শিশির, বড় মেয়ে আলাইনা হাসান অব্রি, ছোট মেয়ে এরম হাসান এবং ছেলে আইজাহ আল হাসান একই রঙের পোশাক পরেছেন।

৫০ মিনিটে শিশিরের এই পোস্টে ৫০ হাজার রিঅ্যাকশন এসেছে। যার অধিকাংশ লাভ রিঅ্যাকশন।

সাকিব-হামজাকে ঘিরে ‘অহেতুক’ বিভাজন রেখা

এবারের ঈদটা অবশ্য সাকিবের জন্য ডাবল খুশির। কারণ, কয়েকদিন আগেই তিনি সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর